আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুসোনের শিষ্যরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের ২৮তম মিনিটে তপু বর্মণের আত্মঘাতী গোলে আবাহনী এগিয়ে যায়। তবে ৯ মিনিট পর সেই তপুই গোল করে বসুন্ধরা কিংসে সমতায় ফেরান।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
আকাশ নিউজ ডেস্ক 

























