অাকাশ জাতীয় ডেস্ক:
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ ওরফে ইসমাইল এবং মো. হাসান নামের দুই রোহিঙ্গাকে আটক করেছে। তারা দু`জনই কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের শরণার্থী ছিলেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আটককৃতরা ইয়াবাগুলো কক্সবাজার থেকে নগরীতে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























