আকাশ জাতীয় ডেস্ক:
ফাইজার বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা দেশে আসে।
বুধবার বিকালে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এল।
ফাইজারের এই চালান আসার আগে গত সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছে।
আকাশ নিউজ ডেস্ক 




















