আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে তৃতীয় দিনের খেলা চলছে। আগের দিনের বিনা উইকেটে ৬ রান নিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই মাত্র ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। আউট হয়ে যান লিটন দাস।
এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও মুমিনুল হক অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান এক উইকেটে ৬৩ রান।
এর আগে ৭ উইকেটে ৩০৬ রানে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ৮ উইকেটে ৩১৩ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে। তবে আজ শেষ দিন হওয়ায় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।
আকাশ নিউজ ডেস্ক 
























