অাকাশ বিনোদন ডেস্ক:
গত বৃহস্পতিবারের গল্প, এফডিসির ফুলবাগানে অভিনেতা বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা মাহিয়া মাহী জুটির চলচ্চিত্র ‘প্রেমের বাঁধন’র শুটিং শুরু হয়েছে। এটি সিনেমাটির ২য় লটের শুটিং।
ছবিটির পরিচালনায় আছেন গাজী জাহাঙ্গীর। বর্তমানে রাজধানীর আফতাব নগরে ছবিটির শুটিং চলছে বলে জানান প্রেমের বাঁধনের নির্মাতা।
‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পী-মাহী ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা এবং শিশু শিল্পী আবসি। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর নিজেই।
পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পে ‘প্রেমের বাঁধন’ নির্মাণ করা হচ্ছে।
প্রেমের বাঁধনে ব্যস্ততা ছাড়াও বাপ্পী অভিনীত বেলাল সানী পরিচালিত ‘ডেঞ্জার জোন’, মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাগুলো শুভমুক্তির অপেক্ষায়।
আকাশ নিউজ ডেস্ক 

























