আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক-বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিলো তৎকালীন বিএনপি জোট সরকার।
শনিবার সন্ধ্যায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন থাকার বিষয়ে সমালোচনা করেন তিনি। বলেন, এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়, এসব তথ্য বেগম জিয়ার জীবনী থেকে পাওয়া।
তিনি বলেন, গত ২৬ বছর ধরে ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করে আসছে। বিশ্বাসঘাতকতার পেছন থেকে ছুরি মারার উত্তরাধিকার বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্ব স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
আকাশ নিউজ ডেস্ক 



















