অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বৃহস্পতিবার জাতিসংঘে বলেছেন, `আফগান যুদ্ধে পাকিস্তান বলির পাঁঠা হতে চায় না। পাকিস্তানের মাটিতে আফগান যুদ্ধ মোকাবেলা করতে ইসলামাবাদ প্রস্তুত নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আব্বাসি আফগানিস্তান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশলের সুস্পষ্ট সমালোচনা না করলেও পাকিস্তানের ওপর নতুন করে দায়ভার চাপানোয় স্পষ্টভাবে তার অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন।
আব্বাসি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন অভিযানে আমাদের ভূমিকার কারণে অনেক ভোগান্তি ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এক্ষেত্রে সামরিক বাহিনীকে দায়ী করা বা আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থা হবে পাকিস্তানের জন্য বিশেষভাবে পীড়াদায়ক। ’
তিনি বলেন, ‘আমরা কারো বলির পাঁঠা হতে প্রস্তুত নই। ’
তিনি আরও বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর সন্ত্রাসবাদ দমনে মার্কিন অভিযান শুরুর পর থেকে জঙ্গিদের হাতে পাকিস্তানের ২৭ হাজার নাগরিক নিহত হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















