ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমার ও এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুধু পরাজয়ই নয়, ফ্রেঞ্চ সুপারকাপের শিরোপাও হাতছাড়া হলো মরিসিও পচেত্তিনোর দলের।

লিলের কাছে রোববার ফ্রেঞ্চ সুপারকাপে ১-০ গোলে হেরে গেছে পিএসজি। তাতে ৮ বছর পর শিরোপা পিএসজির ঘরে উঠল না।

তবে এমন শিরোপা হারানোর দিনেও আলোচনায় এসেছে অন্য একটি ইস্যু। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসরাইলের তেলআবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে।

ম্যাচটি অবশ্য ফ্রান্সে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের কোটিপতি সিলভান অ্যাডামসের অর্থায়নে হওয়া ম্যাচটি পরে তেলআবিবে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যালারিতে ২৭ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। আর অসংখ্য ইসরাইলি দর্শকরা ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে।

ম্যাচে পিএসজির মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি যখনই বলে পা ছুঁয়েছেন ইসরাইলি দর্শকরা গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন তারা। ইচ্ছেমতোবাঁশি বাজিয়ে, কটাক্ষ করে হাকিমির মনসংযোগ নষ্ট করেছেন।

আশরাফ হাকিমির সঙ্গে ইসরাইলি দর্শকদের এমন আচরণের পেছনে সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ঘটনায় জড়িত বলে ধারণা অনেকের।

গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও!’ বিষয়টি ইসরাইলিদের পছন্দ হয়নি। আর তা মনেও রেখেছেন তারা।

ম্যাচে শুধু হাকিমিই মুসলিম খেলোয়াড় ছিলেন না। লিলের হয়ে মাঠ মাতিয়েছেন তুরস্কের স্ট্রাইকার বুরাক ইলমাজ। কিন্তু তাকে ইসরাইলি সমর্থকদের দুয়ো শুনতে হয়নি।

যে কারণে হাকিমির বিষয়টি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ ইস্যুতে জড়িত বলেই ধারণা করা হচ্ছে।

সঙ্গত এই মৌসুমে ৬ কোটি ইউরোতে ইন্টার মিলান থেকে পিএসজিতে ভিড়েছেন রাইটব্যাক আশরাফ হাকিমি। প্রথমে একটি প্রীতিম্যাচ খেলার পর পরই করোনায় আক্রান্ত হন। বেশ কয়েকটি ম্যাচ থেকে ছিটকে পড়েন। সুস্থ হয়ে ফের দলে ফিরেছেন এই মরক্কান তারকা।

এদিকে ফরাসি ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে শিগগিরই। আগামী শনিবার থেকেই পর্দা উঠবে ফরাসি লিগের। ৮ আগস্ট পিএসজি লিগের প্রথম ম্যাচ খেলবে ত্রয়ার মাঠে, লিলও সেদিন লিগ শুরু করবে মেৎসের মাঠে ম্যাচ দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!

আপডেট সময় ০৭:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমার ও এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুধু পরাজয়ই নয়, ফ্রেঞ্চ সুপারকাপের শিরোপাও হাতছাড়া হলো মরিসিও পচেত্তিনোর দলের।

লিলের কাছে রোববার ফ্রেঞ্চ সুপারকাপে ১-০ গোলে হেরে গেছে পিএসজি। তাতে ৮ বছর পর শিরোপা পিএসজির ঘরে উঠল না।

তবে এমন শিরোপা হারানোর দিনেও আলোচনায় এসেছে অন্য একটি ইস্যু। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসরাইলের তেলআবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে।

ম্যাচটি অবশ্য ফ্রান্সে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের কোটিপতি সিলভান অ্যাডামসের অর্থায়নে হওয়া ম্যাচটি পরে তেলআবিবে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যালারিতে ২৭ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। আর অসংখ্য ইসরাইলি দর্শকরা ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে।

ম্যাচে পিএসজির মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি যখনই বলে পা ছুঁয়েছেন ইসরাইলি দর্শকরা গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন তারা। ইচ্ছেমতোবাঁশি বাজিয়ে, কটাক্ষ করে হাকিমির মনসংযোগ নষ্ট করেছেন।

আশরাফ হাকিমির সঙ্গে ইসরাইলি দর্শকদের এমন আচরণের পেছনে সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ঘটনায় জড়িত বলে ধারণা অনেকের।

গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও!’ বিষয়টি ইসরাইলিদের পছন্দ হয়নি। আর তা মনেও রেখেছেন তারা।

ম্যাচে শুধু হাকিমিই মুসলিম খেলোয়াড় ছিলেন না। লিলের হয়ে মাঠ মাতিয়েছেন তুরস্কের স্ট্রাইকার বুরাক ইলমাজ। কিন্তু তাকে ইসরাইলি সমর্থকদের দুয়ো শুনতে হয়নি।

যে কারণে হাকিমির বিষয়টি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ ইস্যুতে জড়িত বলেই ধারণা করা হচ্ছে।

সঙ্গত এই মৌসুমে ৬ কোটি ইউরোতে ইন্টার মিলান থেকে পিএসজিতে ভিড়েছেন রাইটব্যাক আশরাফ হাকিমি। প্রথমে একটি প্রীতিম্যাচ খেলার পর পরই করোনায় আক্রান্ত হন। বেশ কয়েকটি ম্যাচ থেকে ছিটকে পড়েন। সুস্থ হয়ে ফের দলে ফিরেছেন এই মরক্কান তারকা।

এদিকে ফরাসি ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে শিগগিরই। আগামী শনিবার থেকেই পর্দা উঠবে ফরাসি লিগের। ৮ আগস্ট পিএসজি লিগের প্রথম ম্যাচ খেলবে ত্রয়ার মাঠে, লিলও সেদিন লিগ শুরু করবে মেৎসের মাঠে ম্যাচ দিয়ে।