আকাশ জাতীয় ডেস্ক:
মাদক মামলায় মডেল মরিয়ম আক্তার মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ রিমান্ডের আদেশ দেন।
এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে মাদক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মাজহারুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (১ আগস্ট) রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে (মৌ আক্তার) মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ সময় ওই মডেলের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















