অাকাশ বিনোদন ডেস্ক:
তামাম জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো পদ্মাবতীর প্রথম পোস্টার। বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনকে সেখানে দেখা গেল ভিন্নরকম লুকে। রানী পদ্মাবতী লুকে এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা, আর এতেই যেন ঝলসে উঠেছে তার লাবণ্য।
গুণী চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বানশালির নির্মিত ‘পদ্মাবতী’ নিয়ে এমনিতেই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের আগ্রহের অন্ত নেই। শোনা যাচ্ছে ছবিটির মূল বাজেট ১০০ কোটি টাকা।
এর আগেও এই পরিচালকের ‘বাজিরাও মাস্তানি’তে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, আরো একবার ‘পদ্মাবতী’ দিয়ে এই তিন তারকা ফিরছেন একসঙ্গে। আর এই নিয়ে রণবীর-দীপিকা ভক্তদের কৌতুহলের শেষ নেই।
তবে এই সিনেমা নিয়ে ঝামেলাও কম পোহাতে হয়নি পরিচালক বানশালীকে। রাজস্থানে এই সিনেমার শুটিং শুরু করলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে সেখান থেকে সরিয়ে নিতে হয় ‘পদ্মাবতী’র সেট।
উল্লেখ্য চলতি বছরের ১ ডিসেম্বর পদ্নাবতী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























