অাকাশ বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজল হার্ট-অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে হার্ট-অ্যাটাক করে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবরটি নিশ্চিত করেছেন ডিপজলের সুহৃদ ও ঘনিষ্ট কয়েকজন।
নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, ডিপজলের হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে। পরীক্ষা করানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এখন ল্যাবএইডে সিসিইউতে ভর্তি রয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে আরো জানা গেছে, হঠাৎ করেই গতকাল বিকাল ৫টায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেতা ডিপজল।
সম্প্রতি বাংলা চলচ্চিত্রে আবারো ফেরার ঘোষণা দেন মনোয়ার হোসেন ডিপজল। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে তিনি সাতটি ছবির মহরতও করেন ডিসেম্বরে।
আকাশ নিউজ ডেস্ক 

























