ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির

মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, জাতীয় স্থিতিশীলতায় মিয়ানমারের চেষ্টার বিষয়টি বুঝতে পারে চীন এবং এ প্রচেষ্টায় সমর্থন রয়েছে চীনের। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি এ কথা জানানো হয়।

এর আগেও চীন তার অবস্থান পরিষ্কার করে রোহিঙ্গা ইস্যুতে। জানিয়ে দেয়, রাখাইনে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যে তৎপরতা চালাচ্ছে তাতে চীনের সমর্থন রয়েছে। আর এবার সরাসরি জাতিসংঘ মহাসচিবকে সেই কথা জানিয়ে দেয়া হলো।

তবে বিবৃতিতে বলা হয়, যারা বাংলাদেশে গেছে তাদের জন্য চীনের সহমর্মিতা রয়েছে এবং চীন তাদের জন্য ত্রাণ পাঠাবে।

এর আগে রাখাইনে নৃশংসতার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপনের দাবি জোরালে হলে মিয়ানমার চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে।নিরাপত্তা পরিষদের এই সদস্যদের মিয়ানমার বোঝানোর চেষ্টা করে, যাতে জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার চেষ্টা হলে তাতে তারা বাধা দেয়।

নিরাপত্তা পরিষদে শক্তিধর অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। তারা কোনো একটি প্রস্তাবে ভেটো দিলেই তা আর আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ। তাই এ দুটি দেশকে হাতে নেয়ার চেষ্টা চালায় মিয়ানমার। এ ছাড়া এ দুটি দেশ মিয়ানমারে বড় অংকের অস্ত্র বিক্রি করে। ফলে তাদেরও এক্ষেত্রে স্বার্থ আছে। দৃশ্যত মিয়ানমারের সেই চেষ্টা কাজে লেগেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে মিয়ানমার ইস্যুতে চীনের সর্বশেষ এই বিবৃতিতে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সহিংসতার পর চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘ তাকে জাতিনিধন বলে অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

আপডেট সময় ০২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, জাতীয় স্থিতিশীলতায় মিয়ানমারের চেষ্টার বিষয়টি বুঝতে পারে চীন এবং এ প্রচেষ্টায় সমর্থন রয়েছে চীনের। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি এ কথা জানানো হয়।

এর আগেও চীন তার অবস্থান পরিষ্কার করে রোহিঙ্গা ইস্যুতে। জানিয়ে দেয়, রাখাইনে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যে তৎপরতা চালাচ্ছে তাতে চীনের সমর্থন রয়েছে। আর এবার সরাসরি জাতিসংঘ মহাসচিবকে সেই কথা জানিয়ে দেয়া হলো।

তবে বিবৃতিতে বলা হয়, যারা বাংলাদেশে গেছে তাদের জন্য চীনের সহমর্মিতা রয়েছে এবং চীন তাদের জন্য ত্রাণ পাঠাবে।

এর আগে রাখাইনে নৃশংসতার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপনের দাবি জোরালে হলে মিয়ানমার চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে।নিরাপত্তা পরিষদের এই সদস্যদের মিয়ানমার বোঝানোর চেষ্টা করে, যাতে জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার চেষ্টা হলে তাতে তারা বাধা দেয়।

নিরাপত্তা পরিষদে শক্তিধর অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। তারা কোনো একটি প্রস্তাবে ভেটো দিলেই তা আর আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ। তাই এ দুটি দেশকে হাতে নেয়ার চেষ্টা চালায় মিয়ানমার। এ ছাড়া এ দুটি দেশ মিয়ানমারে বড় অংকের অস্ত্র বিক্রি করে। ফলে তাদেরও এক্ষেত্রে স্বার্থ আছে। দৃশ্যত মিয়ানমারের সেই চেষ্টা কাজে লেগেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে মিয়ানমার ইস্যুতে চীনের সর্বশেষ এই বিবৃতিতে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সহিংসতার পর চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘ তাকে জাতিনিধন বলে অভিহিত করেছে।