অাকাশ বিনোদন ডেস্ক:
ইমপ্রেস টেলিফিল্ম এবার নির্মাণ করতে যাচ্ছে রোমান্টিক গল্পের নারীপ্রধান ছবি ‘মন দেব মন নেব’। রবিন খানের পরিচালনায় প্রথম এ ছবিতে ‘মোহনা’ চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি।
এ ছবিতে নায়কের ভূমিকায় সালমান চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন শিবলী নওমান। ২৫ সেপ্টেম্বর রংপুরে ছবিটির মহরত হবে এবং সেখানেই ছবিটির শুটিং শুরু হবে। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ছবির একটি গানের রেকডিং হয়। ঐদিন সন্ধ্যায় ঢাকার একটি স্টুডিওতে ছবিটির গানের রেকডিংয়ের উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘মন দেব মন নেব মনেরই দামে…’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সিথী সাহা। কবির বকুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন সওকত আলী ইমন।
নতুন ছবির চরিত্র সম্পর্কে মাহিয়া মাহি বলেন- একেবারেই ভিন্নধর্মী চরিত্র। তবে এই চরিত্রে কমেডি, অ্যাকশন ও রোমান্স আছে। সব মিলিয়ে সবাই পছন্দ করবেন, এমন একটা চরিত্র। আর গল্পটিও নারীপ্রধান। পুরো গল্প আমাকে নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিথী সাহা, সওকত আলী ইমন, কবির বকুল, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, ছবির পরিচালক রবিন খান, সাংবাদিক রেজানুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























