ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

মুখোমুখি হলেন দুই মিলখা

 

অাকাশ বিনোদন ডেস্ক:

আবার মুখোমুখি হলেন দুই মিলখা সিং। একজন বাস্তবের মিলখা, আর অপরজন পর্দার মিলখা। বলা যেতে পারে দুই মিলখার পুনর্মিলন হলো। ফারহান আখতার অভিনীত ছবি ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ আগামীকাল মুক্তি পাবে। মুক্তির আগেই ছবিটি দেখেছেন ভারতের ক্রীড়াব্যক্তিত্ব মিলখা সিং এবং তাঁর পরিবার। অন্যভাবে বলা যায়, রঞ্জিত তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দর্শক হলেন উড়ন্ত শিখ এবং তাঁর পরিবার। ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ এবং তাঁর পরিবারের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের আয়োজন করেন ফারহান। এই প্রদর্শনীতে মিলখা সিং ছাড়া উপস্থিত ছিলেন পাঞ্জাবের খ্যাতনামা অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের পরিবারও। এই ছবিতে গিপ্পিকে দেখা যাবে একজন কয়েদির চরিত্রে।

‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবির প্রচারণার জন্য ভারতের চণ্ডীগড় গিয়েছিলেন অভিনেতা ফারহান আখতার এবং ছবির অন্য কলাকুশলীরা। ভারতের এই শহরে সপরিবারে থাকেন মিলখা সিং। তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি। এই ছবিতে মিলখার ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। আর সেই সূত্রে ফারহান এই ক্রীড়াব্যক্তিত্বের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ফারহান খুব কাছ থেকে মিলখা সিংকে দেখে তাঁর সবকিছু রপ্ত করেছিলেন। তখন থেকেই ফারহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই বলিউড অভিনেতা যখনই চণ্ডীগড়ে গিয়েছেন, তখনই মিলখার সঙ্গে দেখা করেছেন। তাই এবার ‘উড়ন্ত শিখ’-এর শহরে এসে এক অভিনব উপায়ে বর্ষীয়ান এই ক্রীড়াবিদকে সম্মান জানান ফারহান। শুধু মিলখা এবং তাঁর পরিবারের জন্য রাখেন ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’-এর প্রথম এবং বিশেষ প্রদর্শন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবিতে জেল থেকে পালানোর উদ্দেশ্যে কয়েকজন কয়েদি মিলে এক ব্যান্ড নির্মাণ করে। এই ব্যান্ডের মাধ্যমেই তারা পেতে চায় মুক্তির স্বাদ। ভায়াকম এইটিন মোশন পিকচারস এবং এম্মে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি ফারহান ছাড়া আরও অভিনয় করেছেন ডায়না পেন্টি, দীপক দাব্রিয়েল, গিপ্পি গ্রেওয়াল, রাজেশ শর্মা, ইন্নাম-উল-হক, উদয় টিকেকর, সুখ কুঁয়র ও রণিত রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

মুখোমুখি হলেন দুই মিলখা

আপডেট সময় ১২:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

 

অাকাশ বিনোদন ডেস্ক:

আবার মুখোমুখি হলেন দুই মিলখা সিং। একজন বাস্তবের মিলখা, আর অপরজন পর্দার মিলখা। বলা যেতে পারে দুই মিলখার পুনর্মিলন হলো। ফারহান আখতার অভিনীত ছবি ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ আগামীকাল মুক্তি পাবে। মুক্তির আগেই ছবিটি দেখেছেন ভারতের ক্রীড়াব্যক্তিত্ব মিলখা সিং এবং তাঁর পরিবার। অন্যভাবে বলা যায়, রঞ্জিত তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দর্শক হলেন উড়ন্ত শিখ এবং তাঁর পরিবার। ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ এবং তাঁর পরিবারের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের আয়োজন করেন ফারহান। এই প্রদর্শনীতে মিলখা সিং ছাড়া উপস্থিত ছিলেন পাঞ্জাবের খ্যাতনামা অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের পরিবারও। এই ছবিতে গিপ্পিকে দেখা যাবে একজন কয়েদির চরিত্রে।

‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবির প্রচারণার জন্য ভারতের চণ্ডীগড় গিয়েছিলেন অভিনেতা ফারহান আখতার এবং ছবির অন্য কলাকুশলীরা। ভারতের এই শহরে সপরিবারে থাকেন মিলখা সিং। তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি। এই ছবিতে মিলখার ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। আর সেই সূত্রে ফারহান এই ক্রীড়াব্যক্তিত্বের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ফারহান খুব কাছ থেকে মিলখা সিংকে দেখে তাঁর সবকিছু রপ্ত করেছিলেন। তখন থেকেই ফারহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই বলিউড অভিনেতা যখনই চণ্ডীগড়ে গিয়েছেন, তখনই মিলখার সঙ্গে দেখা করেছেন। তাই এবার ‘উড়ন্ত শিখ’-এর শহরে এসে এক অভিনব উপায়ে বর্ষীয়ান এই ক্রীড়াবিদকে সম্মান জানান ফারহান। শুধু মিলখা এবং তাঁর পরিবারের জন্য রাখেন ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’-এর প্রথম এবং বিশেষ প্রদর্শন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবিতে জেল থেকে পালানোর উদ্দেশ্যে কয়েকজন কয়েদি মিলে এক ব্যান্ড নির্মাণ করে। এই ব্যান্ডের মাধ্যমেই তারা পেতে চায় মুক্তির স্বাদ। ভায়াকম এইটিন মোশন পিকচারস এবং এম্মে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি ফারহান ছাড়া আরও অভিনয় করেছেন ডায়না পেন্টি, দীপক দাব্রিয়েল, গিপ্পি গ্রেওয়াল, রাজেশ শর্মা, ইন্নাম-উল-হক, উদয় টিকেকর, সুখ কুঁয়র ও রণিত রায়।