অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ায় রাকা ও দেইর আয-যোরে মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা।
সানার তথ্য অনুযায়ী জানা যায়, রাকা শহরে মার্কিন বিমান হামলায় মারা গেছে ১১ জন বেসামরিক নাগরিক। দেইর আয-যোরের আশ-শাহাবাত এলাকায়ও মারা গেছে ১১ জন। বুধবার এসব হামলা হয়। রাকা ও দেইর আয-যোর শহরের বিমান হামলায় বেসরকারি ও বেসামরিক স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























