অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরে উৎপল মন্ডল(৩২) নামে এক পলাতক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়,বুধবার দুপুরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নেতৃত্বে, এ এস আই অশোক কুমার দত্তসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বোয়ালমারী থানা এলাকা থেকে উৎপল মন্ডল কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মুকসুদপুর উপজেলার খান্দারপাড় উনিয়নের দিস্তাইল গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে। মামলা বোয়ালমারী জি আর-৪১/১০ দুই বছর সাজাপ্রাপ্ত আসামী,কাশিয়ানী জি আর-২৪৪/১২ এক বছর সাজাপ্রাপ্ত আসামী,আগৈলঝারা ৬৬/১৬, ধারা -১৭০ প্রতারনা মামলার আসামী।
সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























