আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে আনিস বুক বাইন্ডিং কারখানা থেকে মোহাম্মদ শুভ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন দুপুর আড়াইটায় মৃতদেহ উদ্ধার করে। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ওই বুক বাইন্ডিং কারখানার আনিস বলেন, শুভর ভাই শাওন আমার কারখানা দীর্ঘদিন ধরে কাজ করে। গত তিনদিন আগে শুভকে কারখানায় নিয়ে আসে কাজের জন্য।
রোববার দুপুরে কারখানার পাটাতনের ওপর সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় নামিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 

























