ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

করোনায় মারা গেলেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। স্বজনদের বরাত দিয়ে প্রেসিডেন্ট পিয়েরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এএফপি।

এএফপি বলছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল সপ্তাহে তাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৮৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার অন্যতম ছোট দেশ বুরুন্ডির ক্ষমতায় আসেন তুতসি গোষ্ঠীর নেতা পিয়েরে। পরবর্তীতে ১৯৯৩ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হুতু গোষ্ঠীর মেলচয়র নাডাডায়ির কাছে হেরে যান তিনি।

কিন্তু ক্ষমতায় আরোহনের চার মাসের মাথায় কট্টরপন্থী এক তুতসি সেনা নাডাডায়িকে হত্যা করে। ফলে হুতু ও তুতসির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। একটি অভ্যুত্থানের পর ১৯৯৬ সালে পিয়েরে ফের ক্ষমতায় আসেন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ চলে ২০০৬ সাল পর্যন্ত। যেখানে প্রায় তিন লাখ মানুষ নিহত হন। ২০০০ সালে পিয়েরে আরুশা চুক্তিতে সই করেন। চুক্তি অনুসারে ২০০৩ সালে তিনি পদত্যাগ করেন।

২০১২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মালি ও সাহেলে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ১৯৯৩ সালে পূর্বসূরিকে গুপ্তহত্যার অভিযোগে বুরুন্ডিতে তার যাবজ্জীবন সাজা হওয়ার পর আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূতের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় মারা গেলেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। স্বজনদের বরাত দিয়ে প্রেসিডেন্ট পিয়েরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এএফপি।

এএফপি বলছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল সপ্তাহে তাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৮৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার অন্যতম ছোট দেশ বুরুন্ডির ক্ষমতায় আসেন তুতসি গোষ্ঠীর নেতা পিয়েরে। পরবর্তীতে ১৯৯৩ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হুতু গোষ্ঠীর মেলচয়র নাডাডায়ির কাছে হেরে যান তিনি।

কিন্তু ক্ষমতায় আরোহনের চার মাসের মাথায় কট্টরপন্থী এক তুতসি সেনা নাডাডায়িকে হত্যা করে। ফলে হুতু ও তুতসির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। একটি অভ্যুত্থানের পর ১৯৯৬ সালে পিয়েরে ফের ক্ষমতায় আসেন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ চলে ২০০৬ সাল পর্যন্ত। যেখানে প্রায় তিন লাখ মানুষ নিহত হন। ২০০০ সালে পিয়েরে আরুশা চুক্তিতে সই করেন। চুক্তি অনুসারে ২০০৩ সালে তিনি পদত্যাগ করেন।

২০১২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মালি ও সাহেলে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ১৯৯৩ সালে পূর্বসূরিকে গুপ্তহত্যার অভিযোগে বুরুন্ডিতে তার যাবজ্জীবন সাজা হওয়ার পর আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূতের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান।