অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে গেছে ভারত ছাড়া সবকটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার। রাজনৈতিক কারণেই ভারতের কেউ যায়নি বলে মনে করছেন বিশ্ব একাদশের কোচ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। দীর্ঘদিন নির্বাসনে থাকা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসির আয়োজনে পরীক্ষামূলকভাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আইসিসি বিশ্ব একাদশ।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্ব একাদশে কোন ভারতীয় না থাকার বিষয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘তাদের ব্যস্ত সূচি এবং রাজনৈতিক কারণেই ভারতীয় খেলোয়াড়রা বিশ্ব একাদশে নেই। ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানে এসে খেলতে হলে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান দরকার। তারা দলে থাকলে আরো ভালো হতো। তবে তারপরও বিশ্বের তারকা খেলোয়ায়াড়দের নিয়েই অলস্টার একাদশ গঠন করা হয়েছে।’
ইংল্যান্ড দলের সাবেক এ কোচ বলেন, ‘মাত্র কয়েক দিন আগে শ্রীলংকা সফর করেছে ভারতীয় দল। দেশে ফিরেই এখন চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তারপরও ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা না থাকলে হয়তো সিরিজের জন্য ইন্ডিয়ান দু’একজন খেলোয়াড় এ সিরিজের জন্য পাওয়া যেতো।’
আকাশ নিউজ ডেস্ক 























