অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সম্প্রতি কালো টাকার বাড়বাড়ন্ত রোধে মাঠে নামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সরকার। সে সময় পিঠ বাঁচতে তামিলনাড়ু রাজ্যের এক নেতা ২৪৬ কোটি রুপি বেনামি একটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন বলে জানিয়েছে ভারতের আয়কর বিভাগ।
ভারতের আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে অবৈধ উপায়ে অর্জিত ওই টাকা বেনামি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়। এ ছাড়া এমন আরো ৪৪১টি বেনামি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে যেখানে জমা পড়েছে ২৪০ কোটি টাকা। ২৭ হাজার ৭৩৯ জন ব্যাংক অ্যাকাউন্টধারীর লেনদেনের সন্দেহজনক মনে হওয়ায় তাদের নোটিশ পাঠানো হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে।
এ বিষয়ে আয়কর বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, কালো টাকা জব্দের সময় বেনামি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা বড় পরিমাণ অর্থের মধ্যে এটি ছিল অন্যতম। পরে অনুসন্ধান করে ওই অ্যাকাউন্টের মালিককে খুঁজে বের করা হয়। ধরা পড়ার পর ওই নেতা প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় যোগ দেবেন বলে জানান। এ ছাড়া জরিমানা ও আয়কর দিতেও সম্মত হন।
এদিকে নোটিশ পাঠানো ২৭ হাজার ৭৩৯ জন ব্যাংক অ্যাকাউন্টধারীর মধ্যে ১৮ হাজার ২২০ জন নিজেদের অ্যাকাউন্টে রক্ষিত অর্থের উৎস জানিয়েছেন। অন্যরা নোটিশ পাওয়ার পরও এখনো নিশ্চুপ রয়েছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ।
আকাশ নিউজ ডেস্ক 
























