আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইংলিশ এই কোচের ঠান্ডা লেগেছিল।
পরে কোভিড-১৯ পরীক্ষা করানো হলে পজিটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
জেমির করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন বাফুফের এক সদস্য। তিনি জানান, জেমি ডে’র করোনা পজিটিভ হয়েছে। আমরা তাকে আবার পরীক্ষা করাবো।
এর আগে গত ১২ নভেম্বর নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জেমির অধীনেই ২-০ গোলের দারুণ জয় পায় বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ।
আকাশ নিউজ ডেস্ক 

























