ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নাতনির সঙ্গে কমলার ভিডিও ভাইরাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘চাইলে তুমিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরুলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

ছোট্ট নাতনিকে এভাবেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখালেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তিনি।

নির্বাচনের পর ভোট গণনা চলমান। নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সঙ্গে তার রানিং মেট কমলা হ্যারিসও।

এর মধ্যেই ১২ সেকেন্ডের একটি ভিডিও এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে গল্প করছেন কমলা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে টক্কর দিচ্ছেন কমলা। ফলাফলের ধারাও এখন পর্যন্ত ইতিবাচক।

নির্বাচনের বিশৃঙ্খলা ও ডামাডোলের মধ্যেই চলতি সপ্তাহে একটি ভিডিও সামনে আসে। যা শেয়ার করেছে মিনা হ্যারিস নামের একটি মেয়ে। মিনাই কমলার ভাইয়ের মেয়ে।

তাতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দু’হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। তার মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কৌতূহলবশতই কমলাকে সে জিজ্ঞাসা করছে, কিভাবে প্রেসিডেন্ট হওয়া যায়।

তখন কমলা তাকে জবাব দেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।’

কিন্তু মেয়েটি প্রেসিডেন্ট নয় নভোচারী হতে চায়। কমলার প্রত্যুত্তরে সে বলে, ‘আমি অ্যাস্ট্রোনট (নভোচারী) প্রেসিডেন্ট হতে চাই।’

৯০ হাজার মানুষ সেই ভিডিওতে কমেন্ট এবং লাইক করেছেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কমলা হ্যারিসের। তিনি কি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হবেন নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন!

৫৫ বছর বয়সী কমলাকে সঙ্গে নিয়েই এবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন ডেমোক্র্যাট ৭৭ বছর বয়সী নেতা জো বাইডেন। ডোমোক্র্যাটরা জিতলে কমলার ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত। ভোটের প্রবণতায় ডেমোক্র্যাটদের পাল্লাই ভারি।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন বিপক্ষের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দেয়ার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম

নাতনির সঙ্গে কমলার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘চাইলে তুমিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরুলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

ছোট্ট নাতনিকে এভাবেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখালেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তিনি।

নির্বাচনের পর ভোট গণনা চলমান। নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সঙ্গে তার রানিং মেট কমলা হ্যারিসও।

এর মধ্যেই ১২ সেকেন্ডের একটি ভিডিও এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে গল্প করছেন কমলা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে টক্কর দিচ্ছেন কমলা। ফলাফলের ধারাও এখন পর্যন্ত ইতিবাচক।

নির্বাচনের বিশৃঙ্খলা ও ডামাডোলের মধ্যেই চলতি সপ্তাহে একটি ভিডিও সামনে আসে। যা শেয়ার করেছে মিনা হ্যারিস নামের একটি মেয়ে। মিনাই কমলার ভাইয়ের মেয়ে।

তাতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দু’হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। তার মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কৌতূহলবশতই কমলাকে সে জিজ্ঞাসা করছে, কিভাবে প্রেসিডেন্ট হওয়া যায়।

তখন কমলা তাকে জবাব দেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।’

কিন্তু মেয়েটি প্রেসিডেন্ট নয় নভোচারী হতে চায়। কমলার প্রত্যুত্তরে সে বলে, ‘আমি অ্যাস্ট্রোনট (নভোচারী) প্রেসিডেন্ট হতে চাই।’

৯০ হাজার মানুষ সেই ভিডিওতে কমেন্ট এবং লাইক করেছেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কমলা হ্যারিসের। তিনি কি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হবেন নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন!

৫৫ বছর বয়সী কমলাকে সঙ্গে নিয়েই এবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন ডেমোক্র্যাট ৭৭ বছর বয়সী নেতা জো বাইডেন। ডোমোক্র্যাটরা জিতলে কমলার ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত। ভোটের প্রবণতায় ডেমোক্র্যাটদের পাল্লাই ভারি।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন বিপক্ষের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দেয়ার জন্য।