অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় রবিউল ব্যাপারী (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বুধবার রাতে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাজনদী ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত রবিউল ব্যাপারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজনদী গ্রামের মনা ব্যাপারীর ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মুকসুদপুর উপজেলার ভাজনদী ব্রীজের কাছে ঢাকা-বরিশাল মহাসড়ক পারাপাড়ের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে মারাত্মক আহত হন রবিউল। পরে তাকে উদ্ধার করে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























