অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর নিজ নির্বাচনী এলাকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বজ্রপাত রোধে আট হাজার তালবীজ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কের দু‘পাশে এ সব তালবীজ রোপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়াকে বজ্রপাত ও জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউপির ২.৭৫ কিঃ মিটার সড়কে ৮ হাজার তালবীজ রোপন করা হয়েছে।
সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























