অাকাশ স্পোর্টস ডেস্ক:
টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের আরও কাছে বাংলাদেশ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারিয়ে র্যাংকিংয়ে রেটিং বাড়িয়েছে বাংলাদেশ দল। আগের সেই নবম স্থানে থাকলেও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ থেকে এক রেটিং পয়েন্ট দূরে রয়েছে স্বাগতিকরা! মুশফিকদের রেটিং বেড়েছে ৫!
অবশ্য ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার হারের পর র্যাংকিংয়ের অবনমন আগেই অনুমেয় ছিল। শঙ্কা ছিল ভিন্ন জায়গায়। ২৯ বছরের ইতিহাসে সর্বনিম্ন র্যাংকিংয়ে নেমে যাওয়ার ভয়ে ছিল অসিরা। যদিও চট্টগ্রাম টেস্ট জয়ের পর আপাতত সেরকম কিছু হচ্ছে না। চট্টগ্রাম টেস্ট ৭ উইকেটে জিতলেও র্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে অসিরা। চতুর্থ স্থান নিয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ার অবস্থান এখন পাঁচে। ১০০ রেটিং থেকে তাদের পয়েন্ট কমেছে ৩ (৯৭)। সমান রেটিং নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড অবস্থান করলেও ভগ্নাংশের ব্যবধানে পেছনেই রয়েছে স্টিভেন স্মিথের দল।
উল্লেখ্য, দুই টেস্টের সিরিজ ১-১ সমতাতেই শেষ করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
সবশেষ টেস্ট র্যাংকিং:
দেশ রেটিং
১. ভারত ১২৫
২. দক্ষিণ আফ্রিকা ১১০
৩. ইংল্যান্ড ১০৫
৪. নিউজিল্যান্ড ৯৭
৫. অস্ট্রেলিয়া ৯৭ (-৩)
৬. পাকিস্তান ৯৩
৭. শ্রীলঙ্কা ৯০
৮. ওয়েস্ট ইন্ডিজ ৭৫
৯. বাংলাদেশ ৭৪ (+৫)
আকাশ নিউজ ডেস্ক 























