আকাশ স্পোর্টস ডেস্ক:
দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২০। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ফুড হলে টুর্নামেন্ট পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্য স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী তানজিলুল সাদ, টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজুর রহমান, টুর্নামেন্টের কো চেয়ারম্যান এ আর মল্লিক রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাসুদুর রহমান মান্না।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী আটটি দল হলো ব্রান্ড সলিউশন, বাংলা ওয়ারিয়র্স, টিম লুজার্স, এম এ ট্রেডার্স এন্ড কিং অনলাইন সার্ভিস, রেভজল, অ্যালেক্স ইউনাইটেড, জেডএনই ফার্নিচার্স এন্ড ইন্টেরিয়র সলিউশন ও তেজগাঁও আশোরা৯৭।
এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর বাংলা নিওন সাইন। আর কো-স্পন্সর জান্নাত ট্রেডিং ও আরএম ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ। টুর্নামেন্ট শেষ হবে ০৯ নভেম্বর।
আকাশ নিউজ ডেস্ক 
























