ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৩ সালের পুনে ওয়ারিয়র্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচটি ভুলে যাওয়ার কথা নয় আপনার। সেদিন মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। ১৫ ওভার পার হতে না হতেই দেড়শ রান করে ফেলেন গেইল। তখন মনে হচ্ছিল, আজ বোধ হয় টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিটা হয়েই যাবে। তবে সেদিন পারেননি গেইল। ১০২ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় জায়ান্ট। গেইল না পারলেও এ বছরের শুরুতে টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেন ভারতের ঘরোয়া ক্রিকেটের ব্যাটসম্যান মোহিত আওলাত। এবার আরেকটি বিধ্বংসী ইনিংস দেখল ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার শফিকউল্লাহ শাফাক। মাত্র ৭১ বলে ২১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

ভারতের মোহিত আওলাত ফেন্ডস প্রিমিয়ার লিগ নামে অখ্যাত একটি টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করেন আর শাফাক তাঁর ডাবল সেঞ্চুরি করেছেন প্যারাগন নানগাহর চ্যাম্পিয়নস ট্রফি নামে একটি টুর্নামেন্টে। যত অখ্যাতই হোক না কেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দারুণ একটি জায়গা দখল করে রাখলেন এ দুই ক্রিকেটার। একটা জায়গায় অবশ্য দুজনের বেশ ভালো মিল রয়েছে। সেটা হলো, দুজনই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শাফাক তাঁর রেকর্ডটি গড়েছেন কাবুল স্টারের বিপক্ষে। খতিজ ক্রিকেট একাডেমির হয়ে খেলেতে নেমে বোলারদের ওপর ঝড়ই বইয়ে দিয়েছেন এই ক্রিকেটার। ৭১ বলের ইনিংসে ১৬টি চার ও ২১টি ছক্কা মেরেছেন শফিকউল্লাহ শাফাক। এই ক্রিকেটারের দারুণ ব্যাটিংয়ে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় তাঁর দল। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। শফিকউল্লাহই নন, এই ম্যাচে খেলেন তাঁর ভাই ওয়াহিদউল্লাহ শাফাক। আফগানিস্তান ‘এ’ দলের এই ক্রিকেটার ৩১ বলে করেন ৮১ রান।

আফগান ক্রিকেটে শফিকউল্লাহ শাফাক কিন্তু বেশ বড় নাম। দেশের হয়ে এরই মধ্যে ৩৫টি টি-টোয়েন্টি ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ও ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি!

আপডেট সময় ০৩:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৩ সালের পুনে ওয়ারিয়র্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচটি ভুলে যাওয়ার কথা নয় আপনার। সেদিন মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। ১৫ ওভার পার হতে না হতেই দেড়শ রান করে ফেলেন গেইল। তখন মনে হচ্ছিল, আজ বোধ হয় টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিটা হয়েই যাবে। তবে সেদিন পারেননি গেইল। ১০২ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় জায়ান্ট। গেইল না পারলেও এ বছরের শুরুতে টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেন ভারতের ঘরোয়া ক্রিকেটের ব্যাটসম্যান মোহিত আওলাত। এবার আরেকটি বিধ্বংসী ইনিংস দেখল ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার শফিকউল্লাহ শাফাক। মাত্র ৭১ বলে ২১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

ভারতের মোহিত আওলাত ফেন্ডস প্রিমিয়ার লিগ নামে অখ্যাত একটি টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করেন আর শাফাক তাঁর ডাবল সেঞ্চুরি করেছেন প্যারাগন নানগাহর চ্যাম্পিয়নস ট্রফি নামে একটি টুর্নামেন্টে। যত অখ্যাতই হোক না কেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দারুণ একটি জায়গা দখল করে রাখলেন এ দুই ক্রিকেটার। একটা জায়গায় অবশ্য দুজনের বেশ ভালো মিল রয়েছে। সেটা হলো, দুজনই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শাফাক তাঁর রেকর্ডটি গড়েছেন কাবুল স্টারের বিপক্ষে। খতিজ ক্রিকেট একাডেমির হয়ে খেলেতে নেমে বোলারদের ওপর ঝড়ই বইয়ে দিয়েছেন এই ক্রিকেটার। ৭১ বলের ইনিংসে ১৬টি চার ও ২১টি ছক্কা মেরেছেন শফিকউল্লাহ শাফাক। এই ক্রিকেটারের দারুণ ব্যাটিংয়ে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় তাঁর দল। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। শফিকউল্লাহই নন, এই ম্যাচে খেলেন তাঁর ভাই ওয়াহিদউল্লাহ শাফাক। আফগানিস্তান ‘এ’ দলের এই ক্রিকেটার ৩১ বলে করেন ৮১ রান।

আফগান ক্রিকেটে শফিকউল্লাহ শাফাক কিন্তু বেশ বড় নাম। দেশের হয়ে এরই মধ্যে ৩৫টি টি-টোয়েন্টি ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ও ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।