আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনার কারণে দেশের ক্রিকেট দীর্ঘ দিন বন্ধ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
সেজন্য ঘরোয়া ক্রিকেটে দিয়েই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে ক্রিকেটাররা।
রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। ইতোমধ্যে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্টস কাপের টফ্রি উন্মোচন অনুষ্ঠান। এসময় উপস্থিন ছিলেন তিন দলের তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
রোববার মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশের মধ্য দিয়ে শুরু হবে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। আসরের অন্য দল তামিম একাদশ।
আকাশ নিউজ ডেস্ক 
























