ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

হানিফ ফ্লাইওভার থেকে সিঁড়ি সরাতেই হবে

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মাঝপথ দিয়ে ‘যাত্রী ওঠার সিঁড়ি’ অপসারণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে প্রধান বিচারপতি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে মাঝপথ থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়ি নেই।’

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষকে শিগগিরই হানিফ ফ্লাইওভারের মাঝপথের বিভিন্ন স্থানে থাকা ‘যাত্রী ওঠার সিঁড়ি’ অপসারণ করতে হবে। আদালতে ওরিয়ন গ্রুপের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ৩১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হানিফ ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে হানিফ ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন কর্তৃপক্ষ লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন।

উল্লেখ্য, হানিফ ফ্লাইওভারের মাঝপথের বিভিন্ন স্থান দিয়ে ‘যাত্রী ওঠার সিঁড়ি’ নির্মাণ করে ফ্লাইওভারে অঘোষিত বাস স্টপেজ করা হয়েছে। ফলে ফ্লাইওভারের উপরে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা নামা করা হয়। এতে ফ্লাইওভারটিতে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনার হার বেড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

হানিফ ফ্লাইওভার থেকে সিঁড়ি সরাতেই হবে

আপডেট সময় ০২:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মাঝপথ দিয়ে ‘যাত্রী ওঠার সিঁড়ি’ অপসারণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে প্রধান বিচারপতি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে মাঝপথ থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়ি নেই।’

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষকে শিগগিরই হানিফ ফ্লাইওভারের মাঝপথের বিভিন্ন স্থানে থাকা ‘যাত্রী ওঠার সিঁড়ি’ অপসারণ করতে হবে। আদালতে ওরিয়ন গ্রুপের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ৩১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হানিফ ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে হানিফ ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন কর্তৃপক্ষ লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন।

উল্লেখ্য, হানিফ ফ্লাইওভারের মাঝপথের বিভিন্ন স্থান দিয়ে ‘যাত্রী ওঠার সিঁড়ি’ নির্মাণ করে ফ্লাইওভারে অঘোষিত বাস স্টপেজ করা হয়েছে। ফলে ফ্লাইওভারের উপরে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা নামা করা হয়। এতে ফ্লাইওভারটিতে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনার হার বেড়ে গেছে।