অাকাশ স্পোর্টস ডেস্ক:
মুস্তাফিজ-মিরাজের সঙ্গে শেষ বিকালে ঝলসে উঠলেন সাকিব আল হাসান।
নবম উইকেট হিসেবে অ্যাস্টন আগারকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান সাকিব। ফেরার আগে আগার তুলেন ২২ রান।
অন্যদিকে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে অস্ট্রেলিয়া ১১৭ ওভার শেষে ৭১ রানের লিড নিয়ে এগিয়ে আছে।
৯ উইকেটে অজিরা তুলেছে ৩৭৬ রান। ও’কিফ ৭ ও নাথান লায়ন শূন্য রানে ক্রিজে রয়েছেন।
এর আগে মেহেদী মিরাজ ও মুস্তাফিজের আঘাতে টালমাটাল হয়ে উঠে অস্ট্রেলিয়া শিবির। মিরাজের বিষাক্ত ঘূর্ণিতে পরে খাবি খায় অস্ট্রেলিয়ার লেজের ব্যাটসম্যানরা। নিজের ঘূর্ণি বিষে নীল করে তৃতীয় শিকার হিসেবে প্যাট কামিন্সকে সাজঘরে পাঠান মিরাজ। ফেরার আগে তিনি করে যান ৪ রান।
এর আগে অজিদের ইনিংসের শেষ দেয়াল হয়ে ওঠা গ্লেন ম্যাক্সওয়েলকেও ফেরত পাঠান মিরাজ। ৩৮ রান করে মেহেদী মিরাজের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
ম্যাক্সওয়েল ফেরত আসার আগের ওভারেই মুস্তাফিজুর রহমানের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েলের সঙ্গী ম্যাথু ওয়েড। ক্রিজ ছাড়ার আগ পর্যন্ত ৪১ বলে ৮ রান তুলেন তিনি।
ম্যাথু ওয়েডের আগে কার্টরাইটকে ফেরত পাঠিয়ে শিকার শুরু করেন মিরাজ। তার বলে খোঁচা দিয়ে সৌম্যের সহজ ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে অবশ্য ম্যাক্সওয়েলের সঙ্গী হয়ে করে যান ২৮ বলে ১৮ রান।
বৃষ্টি বিঘ্নিত তৃতীয়দিনের শুরুতেই দুই অজি ব্যাটসম্যানের তড়িঘড়ি ছিল রানের চাকা ঘোরানোর। এ অবস্থায় ১৪৪ বলে ৮২ রান করেই সাকিবের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন হ্যান্ডসকম্ব।
তবে ধৈর্য ধরে মাঠে থেকে নিজের শতক আদায় করে নেন ওয়ার্নার। ২০৯ বল খেলে শতক তুলে নেন তিনি। এটা তার ক্যারিয়ারের ২০তম শতক। একইসঙ্গে এটি তার সবচেয়ে ধীর গতির টেস্ট শতক।
পরে আইপিএল সতীর্থ ওয়ার্নারকে ১২৩ রানে ফেরত পাঠান বার্থডে বয় মুস্তাফিজ। ৩৬২ বল খেলে এই রান সংগ্রহ করেন ওয়ার্নার।
এর আগে সকালের সেশন ভেসে যায় বৃষ্টিতে।
মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে টাইগারদের করা ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান করেছিল অজিরা। অজি ইনিংসের শুরতেই মুস্তাফিজের আঘাতে ফিরে যান ৪ রান করা ম্যাট রেনশ। পরে তাইজুল ফেরত পাঠান ৫৮ রান অধিনায়ক স্মিথকে।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহকে বড় করতে মাঠে লড়েন অধিনায়ক মুশফিক (৬৮), সাব্বির রহমান (৬৬) ও নাসির হোসেন (৪৫)। এই ইনিংসে বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ৯ ও সাকিব ২৪ রান করেন। সৌম্য সরকার করেন ৩৩ রান।
অজি বোলার নাথান লায়ন ৭ ও অ্যাস্টন আগার ২টি করে উইকেট নেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন মুশফিক-সাকিব-তামিমরা।
আকাশ নিউজ ডেস্ক 

























