আকাশ বিনোদন ডেস্ক :
‘ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/ সমঘৃণা বাকী সব দর্শকের জন্য।’ এমনই ব্যতিক্রমী কথায় ‘ঘৃণা’ শিরোনামের একটি গানের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ। র্যাপ্ এ গানটির সুর এবং সংগীতও তিনি করেছেন। এটির কথা লিখেছেন রণক ইকরাম।
গানটির প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালানা করেছেন শারুখ ও বিষু।
গান প্রসঙ্গে শারুখ জানান, ‘দেশে চলমান ধর্ষণকাণ্ডের প্রতিবাদস্বরূপ এই গানটি তৈরি করেছি। যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত। সবাই যদি যার যার জায়গা থেকে আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।’
ভবিষ্যতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে আরো কয়েকটি গান আসবে বলে জানান শারুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























