অাকাশ জাতীয় ডেস্ক:
চলমান ঘটনার প্রেক্ষিতে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেন এবং বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশের ঘটনায় আবারও প্রতিবাদ জানান।
এ বিষয়ে আজ তাকে অনানুষ্ঠানিক একটি পত্র হস্তান্তর করা হয়। পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো।
আকাশ নিউজ ডেস্ক 



















