আকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুরা মসজিদের পূর্ব পাশে চোরগাছা মৌজার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, রবিবার সকালে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শনিবার রাতে ওই নারীকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ওই নারীর বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























