আকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় দুই বাংলাদেশি খুন হয়েছেন। মঙ্গলবার ঘটনা দুটি ঘটে।
জানা যায়, দেশটির পুমালাংগা প্রদেশের এয়ারমেলো এলাকায় নিজ দোকানের কৃষাঙ্গ কর্মচারীর হাতে রিপন নামে এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন।
রাতে ঘুমন্ত অবস্থায় দোকান কর্মচারী রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। নিহত রিপনের বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে।
অপর ঘটনায় দেশটির প্রিটোরিয়ার লোডিয়ামে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মুহাম্মদ আজাদ নামে একজন বাংলাদেশি খুন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আজাদকে একদল সশস্ত্র কৃষাঙ্গ পর পর ৪ রাউন্ড গুলি করে চলে যায়। আজাদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে ২ ঘণ্টা পর তিনি মারা যান। আজাদের বাড়ি নারায়ণগঞ্জে।
আকাশ নিউজ ডেস্ক 





















