অাকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের পথে আরেকটি ধাপ পার হলো ইংল্যান্ড। সোমবার রাতে ‘এফ’ গ্রুপের খেলায় স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইংলিশরা। এরপর ইংল্যান্ডের পক্ষে এরিক দিয়ের ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেন।
এর ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষস্থান পোক্ত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে তারা।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ৮টি গ্রুপ থেকে শীর্ষ ৮ দল খেলবে চূড়ান্তপর্বে। আর দ্বিতীয় স্থানে থাকা ৮ দলের মধ্যে ৪টি প্লে-অফ খেলে পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট।
আকাশ নিউজ ডেস্ক 























