ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিনই সভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাদল রায়। তবে, তিনি নিজে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আসেননি। বাফুফে ভবনে আসেন তার স্ত্রী মাধুরী রায়। তাও আবার নির্ধারিত সময় বিকাল পাঁচটার পরে।

সুতরাং, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে, এটি অনুমোদন হবে কিনা? সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল (রবিবার)। জানা গেছে, মাধুরী রায় বাফুফে ভবনে আসার আগেই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বাদল রায় নাম প্রত্যাহার করে নেয়া সভাপতি পদে প্রার্থী এখন দুজন। একজন হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। অপরজন হলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম।

শোনা যাচ্ছে, চাপের মুখে মনোয়নপত্র প্রত্যাহার করেছেন বাদল রায়। তবে, তার স্ত্রী মাধুরী রায় বলেছেন, শারীরিক অসুস্থতার কারণেই বাদল রায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘ও আগে থেকেই অসুস্থ। এখন শারীরিক অবস্থা খারাপ। এ অবস্থায় সে থাকতে চাচ্ছে না। প্রচুর চাপ হয়ে যাবে। ক্যাম্পিং থেকে শুরু করে এই প্রক্রিয়ায় শারীরিক ধকল যাবে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে বাদল।’

গত ৫ সেপ্টেম্বর হতে ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় করা হয়। গত ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল (রবিবার) বিকাল তিনটায় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী

সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

আপডেট সময় ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিনই সভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাদল রায়। তবে, তিনি নিজে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আসেননি। বাফুফে ভবনে আসেন তার স্ত্রী মাধুরী রায়। তাও আবার নির্ধারিত সময় বিকাল পাঁচটার পরে।

সুতরাং, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে, এটি অনুমোদন হবে কিনা? সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল (রবিবার)। জানা গেছে, মাধুরী রায় বাফুফে ভবনে আসার আগেই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বাদল রায় নাম প্রত্যাহার করে নেয়া সভাপতি পদে প্রার্থী এখন দুজন। একজন হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। অপরজন হলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম।

শোনা যাচ্ছে, চাপের মুখে মনোয়নপত্র প্রত্যাহার করেছেন বাদল রায়। তবে, তার স্ত্রী মাধুরী রায় বলেছেন, শারীরিক অসুস্থতার কারণেই বাদল রায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘ও আগে থেকেই অসুস্থ। এখন শারীরিক অবস্থা খারাপ। এ অবস্থায় সে থাকতে চাচ্ছে না। প্রচুর চাপ হয়ে যাবে। ক্যাম্পিং থেকে শুরু করে এই প্রক্রিয়ায় শারীরিক ধকল যাবে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে বাদল।’

গত ৫ সেপ্টেম্বর হতে ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় করা হয়। গত ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল (রবিবার) বিকাল তিনটায় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করা হবে।