অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের হরিয়ানায় চলন্ত ট্রেনে মুসলিম কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের হরিয়ানা রাজ্যে গত মাসে চলন্ত ট্রেনে ১৬ ব্ছর বয়সী মুসলিম কিশোর জুনায়েদ খান ছুরিকাঘাতে নিহত হন। রোববার তাকে আদালতে উপস্থাপন করা হবে।
স্থানীয় সময় শনিবার হরিয়ানার ফরিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের ভাষ্য, আইনি কারণে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের কাছে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে ভুল করে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল বলে সম্প্রতি জানিয়েছিল পুলিশ। গত সোমবার জুনায়েদ হত্যাকারীর সন্ধান দিলে দুই লাখ রুপি পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই ঘোষণার মধ্যেই গ্রেপ্তার করা হলো মূল সন্দেহভাজনকে।
পুলিশ সূত্রে জানা যায়, জুনায়েদকে ছুরিকাঘাত করার পর ট্রেন থেকে যে স্থানে ছুড়ে ফেলা হয়, সেখানকার কাছ দিয়ে গত সপ্তাহে মোটরসাইকেলে করে তিনজনকে যেতে দেখা যায়। তাদের একজন সন্দেহভাজন হত্যাকারী।
আকাশ নিউজ ডেস্ক 



















