আকাশ জাতীয় ডেস্ক:
পর্তুগালের স্পেন সীমান্তের কাছাকাছি অবস্থিত ভিলা নোভা ডে সার্ভেইরা শহরে সড়ক দুর্ঘটনায় মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাজে যাওয়ার সময় দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
জামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পর্তুগালের ভিয়েনা কাস্তেলো অঞ্চলে বসবাস করতেন। স্থানীয় একটি জাহাজনির্মাণ কারখানায় কাজ করতেন জামাল উদ্দিন।
মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে পরিবারসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















