ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

“উদ্ভট” সাক্ষাৎকারে বাইডেনকে নিয়ে যা বললেন ট্রাম্প!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচনী মাঠে এখন চলছে কথার লড়াই।

এবার সেই কথার লড়াইয়ে “উদ্ভট তত্ত্বের” জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে তিনি বলেন, ‘কালো ছায়ায় থাকা’ মানুষেরা জো বাইডেনকে নিয়ন্ত্রণ করছে।

সোমবার এমন ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। রহস্যময় দাবিতে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে উড়ে যাচ্ছে ‘কালো ইউনিফর্ম’ পরা ‘চোরেরা’।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে সাম্প্রতিক পুলিশি সহিংসতাকে, চাপের মুখে ভেঙে পড়া গলফারদের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি উইসকনসিনে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এর কেন্দ্র হয়ে ওঠেছে ওরেগনের পোর্টল্যান্ড। সেখানে ট্রাম্প সমর্থকদের সঙ্গে পুলিশি সহিংসতার প্রতিবাদ করা বিক্ষোভকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে।

দুইপক্ষের সংঘর্ষের মধ্যে চলতি সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন। এর আগে উইসকনসিনে এক কিশোরের গুলিতে নিহত হন দু’জন। এমতাবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠেছে নিজের সমর্থকদের সরে যেতে আহ্বান জানাতে। তবে তিনি তেমনটি করেননি। উল্টো তাদের উৎসাহ দিয়েছেন। চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুনঃনির্বাচনি প্রচারণায় আইন ও শৃঙ্খলাকে মুখ্য বিষয় হিসেবে তুলে এনেছেন তিনি।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন রক্ষণশীল গণমাধ্যম ফক্স নিউজ নেটওয়ার্কের লরা ইংগ্রাহাম। তিনি ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়, বাইডেনের সুতো ধরে টানছে কারা? সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার লোকজন?’ উত্তরে ট্রাম্প বলেন, ‘যেসব মানুষের কথা আপনারা কখনও শুনেননি। যারা কালো ছায়ায় থাকে।’

সাধারণত ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল ইংগ্রাহামও তার এই উত্তরে হতচকিত হয়ে ওঠেন। জিজ্ঞেস করেন, ‘এর মানে কী? এটাতো শুনতে ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হয়। কালো ছায়া। এটা কী? ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, রাস্তায় এমন মানুষজন আছে, যারা রাস্তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।’

দুইজনের মধ্যকার কথোপকথন শিগগিরই আরও উদ্ভট মোড় নেয়। প্রেসিডেন্ট বলেন, ‘চলতি সপ্তাহে একটি নির্দিষ্ট শহর থেকে একটি প্লেনে আমাদের একজন লোক উঠেছে। সে প্লেনটি পুরোটাই কালো ইউনিফর্ম পরা চোর দিয়ে ভর্তি ছিল। তাদের কাছে নানা হাতিয়ার ছিল।’

এতক্ষণে হতবুদ্ধি হয়ে যাওয়া ইনগ্রাহাম এবার আরও বিস্তারিত জানার জন্য চাপ দেন। তবে সে চাপ অগ্রাহ্য করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে অন্যকোনও সময় বলব। আপাতত এটা তদন্তাধীন রয়েছে।’

তবে তিনি দাবি করেন, ওই প্লেনটিতে ব্যাপক ক্ষতি সাধন করার জন্য পর্যাপ্ত লোকজন ছিল। প্রসঙ্গত, বারাক ওবামা ও তার সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তথ্য ছড়াতে ট্রাম্পের কুখ্যাতি রয়েছে।

ইনগ্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্ণবাদী দিকও তুলে ধরেন ট্রাম্প। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপি চলমান ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে একটি ‘মার্ক্সবাদী সংগঠন’ হিসেবে আখ্যা দেন। বলেন, প্রথম যখন এ আন্দোলনের কথা শুনেছিলাম, তখনই বলেছিলাম এটা একটা ভয়াবহ নাম। এটা অত্যন্ত বৈষম্যমূলক। এটা কৃষ্ণাঙ্গদের জন্য খারাপ। সবার জন্য খারাপ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

“উদ্ভট” সাক্ষাৎকারে বাইডেনকে নিয়ে যা বললেন ট্রাম্প!

আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচনী মাঠে এখন চলছে কথার লড়াই।

এবার সেই কথার লড়াইয়ে “উদ্ভট তত্ত্বের” জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে তিনি বলেন, ‘কালো ছায়ায় থাকা’ মানুষেরা জো বাইডেনকে নিয়ন্ত্রণ করছে।

সোমবার এমন ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। রহস্যময় দাবিতে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে উড়ে যাচ্ছে ‘কালো ইউনিফর্ম’ পরা ‘চোরেরা’।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে সাম্প্রতিক পুলিশি সহিংসতাকে, চাপের মুখে ভেঙে পড়া গলফারদের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি উইসকনসিনে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এর কেন্দ্র হয়ে ওঠেছে ওরেগনের পোর্টল্যান্ড। সেখানে ট্রাম্প সমর্থকদের সঙ্গে পুলিশি সহিংসতার প্রতিবাদ করা বিক্ষোভকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে।

দুইপক্ষের সংঘর্ষের মধ্যে চলতি সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন। এর আগে উইসকনসিনে এক কিশোরের গুলিতে নিহত হন দু’জন। এমতাবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠেছে নিজের সমর্থকদের সরে যেতে আহ্বান জানাতে। তবে তিনি তেমনটি করেননি। উল্টো তাদের উৎসাহ দিয়েছেন। চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুনঃনির্বাচনি প্রচারণায় আইন ও শৃঙ্খলাকে মুখ্য বিষয় হিসেবে তুলে এনেছেন তিনি।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন রক্ষণশীল গণমাধ্যম ফক্স নিউজ নেটওয়ার্কের লরা ইংগ্রাহাম। তিনি ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়, বাইডেনের সুতো ধরে টানছে কারা? সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার লোকজন?’ উত্তরে ট্রাম্প বলেন, ‘যেসব মানুষের কথা আপনারা কখনও শুনেননি। যারা কালো ছায়ায় থাকে।’

সাধারণত ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল ইংগ্রাহামও তার এই উত্তরে হতচকিত হয়ে ওঠেন। জিজ্ঞেস করেন, ‘এর মানে কী? এটাতো শুনতে ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হয়। কালো ছায়া। এটা কী? ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, রাস্তায় এমন মানুষজন আছে, যারা রাস্তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।’

দুইজনের মধ্যকার কথোপকথন শিগগিরই আরও উদ্ভট মোড় নেয়। প্রেসিডেন্ট বলেন, ‘চলতি সপ্তাহে একটি নির্দিষ্ট শহর থেকে একটি প্লেনে আমাদের একজন লোক উঠেছে। সে প্লেনটি পুরোটাই কালো ইউনিফর্ম পরা চোর দিয়ে ভর্তি ছিল। তাদের কাছে নানা হাতিয়ার ছিল।’

এতক্ষণে হতবুদ্ধি হয়ে যাওয়া ইনগ্রাহাম এবার আরও বিস্তারিত জানার জন্য চাপ দেন। তবে সে চাপ অগ্রাহ্য করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে অন্যকোনও সময় বলব। আপাতত এটা তদন্তাধীন রয়েছে।’

তবে তিনি দাবি করেন, ওই প্লেনটিতে ব্যাপক ক্ষতি সাধন করার জন্য পর্যাপ্ত লোকজন ছিল। প্রসঙ্গত, বারাক ওবামা ও তার সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তথ্য ছড়াতে ট্রাম্পের কুখ্যাতি রয়েছে।

ইনগ্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্ণবাদী দিকও তুলে ধরেন ট্রাম্প। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপি চলমান ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে একটি ‘মার্ক্সবাদী সংগঠন’ হিসেবে আখ্যা দেন। বলেন, প্রথম যখন এ আন্দোলনের কথা শুনেছিলাম, তখনই বলেছিলাম এটা একটা ভয়াবহ নাম। এটা অত্যন্ত বৈষম্যমূলক। এটা কৃষ্ণাঙ্গদের জন্য খারাপ। সবার জন্য খারাপ।