অাকাশ স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শফিউল ইসলামকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে মুমিনুল হককে। মুমিনুলকে ১৪ সদস্যের স্কোয়াডে রাখা হলেও ঢাকা টেস্টে মাঠে নামানো হয়নি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনার মাঝে চট্টগ্রাম টেস্টে একাদশে নেওয়া হলো মুমিনুলকে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 

























