আকাশ জাতীয় ডেস্ক:
বিভিন্ন দেশ থেকে আমদানি করা মেয়াদোত্তীর্ণ কসমেটিকস স্বল্পদামে কিনে তারিখ বদলে আবারো বিপণন করে আসছিল এসপিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। আর মেয়াদোত্তীর্ণ এসব কসমেটিকস বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত মার্কেটে।
সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ইয়ার্ডলি ব্র্যান্ডের লোশন, সাবান, পাউডার, বডি স্প্রেসহ প্রায় ১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ কসমেটিস জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল।
এসময় প্রসাধনীর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন জব্দসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চক্রের প্রধান শংকর মন্ডল (৩৪), হারুন অর রশিদ (৪৫) ও কর্মচারী সবুজ আহমেদ (৩০), মনিরুজ্জামান (২৩), বীরেশ্বর মন্ডল (৩৬)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।
তিনি বলেন, বৈধ আমদানি লাইসেন্সের মাধ্যমে দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের প্রসাধনী বাংলাদেশে আমদানি করে খোলা বাজারে বিক্রি করে আসছে একাধিক প্রতিষ্ঠান। এরমধ্যে সুধীর মন্ডল ও তার সহযোগীরা এসপিএস করপোরেশনের নামে কোম্পানি খুলে উইপ্রো এন্টারপ্রাইজ (Wipro Enterprise) ও হ্যানকেল (Hankel) কোম্পানির পণ্য আমদানি করে অভিজাত বিপণিবিতানে সরবরাহ করে আসছিলেন।
আমদানি করা প্রায় সব পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। সচেতন ক্রেতা তারিখ যাচাই করেই বাড়তি দামে এসব নামি-দামি ব্র্যান্ডের পণ্য কেনেন। আমদানি করা এসব পণ্যের একটি বড় অংশ বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবিক্রিত থেকে যায়।
এসব অবিক্রিত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো নামমাত্র মূল্যে কিনে নেয় এসপিএস করপোরেশন। এরপর পণ্যগুলোর মেয়াদোত্তীর্ণের সিল বিশেষ প্রক্রিয়ায় মুছে পুনরায় ইচ্ছেমতো বসানো হতো নতুন তারিখ। আর এতে নতুন তারিখসহ মেয়াদোত্তীর্ণ পণ্যগুলোর পুনরায় ঠাঁই হতো বিভিন্ন অভিজাত মার্কেটে।
সিআইডির এই কর্মকর্তা বলেন, অথচ বিএসটিআইর বিধিমালা ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে এসব মেয়াদোত্তীর্ণ কসমেটিকসগুলো বিক্রেতা সরবরাহকারীর কাছে ফেরত পাঠানোর মাধ্যমে স্ব-উদ্যোগে ধ্বংস করে ফেলার কথা। কেননা মেয়াদোত্তীর্ণ বডি লোশন, সাবান, পাউডার কসমেটিকস পণ্য ব্যবহারে ত্বক ও স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-৪০) গ্রেফতার পাঁচজনকে আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।
সিআইডি জানায়, এসপিএস করপোরেশনে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রতিষ্ঠানটির আওতায় বাজারজাত করা ভেজাল বিদেশি কসমেটিকস পণ্যগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে বিএসটিআইকে অনুরোধ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























