আকাশ নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী ধর্মীয় শিক্ষার প্রসারে যেসব প্রতিষ্ঠান কাজ করছে ‘দ্বীনিয়াত’ তাদের অন্যতম। বর্তমানে বিশ্বের ৪০টি দেশে দ্বীনিয়াতের স্বীকৃত কার্যক্রম রয়েছে এবং অস্বীকৃতভাবে প্রায় ৭০টি দেশে এ শিক্ষা কারিকুলাম চলছে। দ্বীনিয়াতের সিলেবাসভুক্ত বইগুলো প্রায় ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।
দ্বীনিয়াত মূলত সাধারণ মানুষকে দ্বীন শেখানোর একটি কার্যক্রম। সাধারণ মানুষ বলতে বোঝানো হয়েছে যারা মাদ্রাসা-মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্বীনি শিক্ষা অর্জন করছে না। বরং তারা সাধারণ শিক্ষা গ্রহণ করছে বা করেছে। অথবা যারা কোনো ধরনের শিক্ষাই গ্রহণ করেনি।
বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমান বিশ্বে মুসলমানের ৯৮ ভাগই এ শ্রেণির অন্তর্ভুক্ত। ৯৮ ভাগ মুসলিমকে দ্বীনি শিক্ষা প্রদানের একটি বিশেষ কারিকুলামের নাম দ্বীনিয়াত। অন্যভাবে বললে, দ্বীনিয়াত শিক্ষাকেন্দ্রিক আন্তর্জাতিক সংস্থা। শিক্ষা পরিচালনা, শিক্ষা নিয়ে গবেষণা ও শিক্ষা উপকরণ (বই-পুস্তক) তৈরি ও প্রকাশ করে থাকে।
শিক্ষার্থীদের জন্য দ্বীনিয়াতের নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন বই-পুস্তক থাকলেও সর্বশ্রেণির মানুষের জন্য উপকারী একটি গ্রন্থের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভব হচ্ছিল। সেই শূন্যতা পূরণে দ্বীনিয়াতের নতুন পরিবেশনা ‘পাঁচ মিনিটের মাদ্রাসা’।
বইটির ভূমিকাতে লেখা হয়- মুসলিম উম্মাহকে আল্লাহতায়ালার কিতাব এবং রাসূলুল্লাহর (সা.) সুন্নাহ বা আদর্শের কাছাকাছি করার উদ্দেশ্যে এই কিতাব কোরআনও হাদিসের আলোকে ‘পাঁচ মিনিটের মাদ্রাসা’ নামে সংকলিত হয়েছে। এতে দ্বীনের পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায় : ইমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা ও চারিত্রিক বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে ১০টি শিরোনামে একত্রিত করা হয়েছে।
‘পাঁচ মিনিটের মাদ্রাসা’ বইটির মাঝে এমন চমৎকারভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যেটি সাধারণ মানুষের জন্য ইসলাম শেখার অদ্বিতীয় বই হিসেবে বিবেচিত হতে পারে।
‘পাঁচ মিনিটের মাদ্রাসা’, প্রকাশনায়-দ্বীনিয়াত প্রকাশনী। আল নূর এডুকেশন কমপ্লেক্স, মাতুয়াইল, ডেমরা, ঢাকা। যোগাযোগ- ০১৫৫৬১০০২০০, ০১৮১৯৪৭৭৮৮৬। এ ছাড়া রকমারি.কম থেকেও বইটি সংগ্রহ করা যাবে। ষ ইসলাম ও জীবন ডেস্ক
আকাশ নিউজ ডেস্ক 

























