অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনযোগ্য হাইড্রোজেন বোমা তৈরি করেছে বলে ঘোষণা দিয়েছে। চায়না ভূমিকম্প প্রশাসন বলেছে, রোববার উত্তর কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প শনাক্ত করেছে তারা, যা বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে।
সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় শূন্য কিলোমিটার গভীরতার মধ্যে ভূমিকম্পটি ঘটে। খবর রয়টার্স। উত্তর কোরিয়ার ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনযোগ্য পরমাণু অস্ত্র রয়েছে’।
অপরদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহ্যাপ দেশটির আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বলেছে, উত্তর কোরিয়ায় পানগেয়ি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে ভূমিকম্পটি ঘটে। এটি মানব সৃষ্ট হতে পারে। আবহাওয়া সংস্থাকে উদ্বৃত করে ইয়নহ্যাপ আরো বলেছে, দেশটি (উত্তর কোরিয়া) ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
এনডিটিভির এক খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ৬.৩ মাত্রার ভূকম্পন রেকর্ড করেছে, যা ইতিপূর্বে চালানো পরীক্ষাগুলোর চেয়ে বড়। ইউএসজিএস ভূপদার্থবিদ জানা পারসেলি বলেছেন, এটি ভূমিকম্প নয়, বরং একটি বিস্ফোরণ।
জাপান এক ‘নিশ্চিত ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা’ বলে দাবি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সাংবাদিকদের বলেছেন, আবহাওয়া সংস্থা ও অন্যান্য তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে সরকার নিশ্চিত হয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনযোগ্য হাইড্রোজেন বোমা তৈরির ঘোষণা দেয়ার এক ঘণ্টা পরই এই ‘পরীক্ষা’ করা হলো।
আকাশ নিউজ ডেস্ক 





















