অাকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে ওঠার লড়াইয়ে ফারো আইল্যান্ডসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের খেলায় হ্যাটট্রিক করেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পর্তুগালের অবস্থান বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে। অপরদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।
পোর্তোতে বৃহস্পতিবার রাতে খেলার তৃতীয় মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। বিরতির আগে এক গোল শোধ করে ফ্যারো আইল্যান্ডস। তাই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।
খেলার ৫৮তম মিনিটে রোনালদোর ক্রসে হেড করে ব্যবধান বাড়ান উইলিয়াম কারভালিও। ৬৪ মিনিটে কারভালিওর পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৮৪তম মিনিটে নেলসন অলিভেইরার গোল করে ফারো আইল্যান্ডসের কফিনে শেষ পেরেক ঠুকেন।
আকাশ নিউজ ডেস্ক 



















