অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রামপুরায় বাসায় ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। দীন ইসলাম নামের এক বখাটেসহ স্থানীয় চার-পাঁচজন বাসায় ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
ধর্ষিতার স্বামী জানান, বাসায় তার স্ত্রী একাই ছিলেন। এসময় তিনি কর্মস্থলে ছিলেন। বিকেল পাঁচটার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ ৪/৫ জন বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, বাসায় ফিরে ঘটনা শোনার পর তাকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। রামপুরা থানায় বিষয়টি জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নির্যাতিতাকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে ওসিসিতে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 























