অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতার জবাব কথা দিয়ে হবে না। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
‘গত ২৫ বছর উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের অন্যায় দাবির অর্থ দিচ্ছে। আলাপ কোনো উত্তর নয়’, টুইটবার্তায় বলেন ট্রাম্প।
একই দিনে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, কূটনীতিক সমাধানের পথ এখনো খোলা আছে। উত্তর কোরিয়ার দাবি, মঙ্গলবার জাপানের আকাশসীমার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক তৎপরতার ‘প্রথম ধাপ’।
উত্তর কোরিয়ার এমন বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আলাপকালে ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে না।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখাতে শুরু করেছেন বলার কয়েক দিন পর দেশটি নিয়ে টুইট করলেন ট্রাম্প। গত মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এটি সমুদ্রে পতিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 























