ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল

একধাক্কায় ২০ গুণ বংশবৃদ্ধি করে পঙ্গপাল, চালায় ধ্বংসলীলা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সেই পঙ্গপালের ঝাঁকই নাকি এমন বংশবৃদ্ধি করে যে আগের থেকে তা হয়ে যায় ২০ গু‌ণ ঘাতক। কারণ, সংখ্যায় বাড়ে একবারে ২০ গুণ। তাতেই ভয় বেশি। কারণ, আগের থেকে এত বেশি সংখ্যায় পঙ্গপাল এলে তার সঙ্গে লড়াই করার রাস্তা কী হবে, সেটাই এখন প্রশ্নের।

কেনিয়া এমন অবস্থা এর আগে দেখেনি। শেষ ৭০ বছরে এমন পঙ্গপালের হামলা তাদের নজরে পড়েনি। এতদিন ধরে যে পঙ্গপাল দল ধ্বংসলীলা চালিয়েছে, তারা তো ছিলই। এখন এসেছে, তাঁদের বংশধরেরা। পাখনা গজিয়েছে। এখন শুধু ওড়ার ওপেক্ষা।

আর এবারে গতবারের থেকে পঙ্গপালের সংখ্যা বৃদ্ধি পাবে ২০ গুণ। ফলে একটি পঙ্গপালের ঝাঁক হবে প্রায় ২০০ কিলোমিটার বিস্তৃত। করোনা, মহামারীর মধ্যে কী করে এই পঙ্গপালের বিরুদ্ধে লড়বে সরকার, সেটাই বোঝা মুশকিল।

আনা হয়েছে হেলিকপ্টার। যেখান থেকে কীটনাশক ছড়ানোর পরিকল্পনা করেছে সরকার। কিন্তু এই পঙ্গপালই যদি আগের রাস্তায় আসে, তাহলে কেনিয়াতে জন্মে তাঁরা আবার ফিরে যাবে সেই দেশে। সেখানে গিয়েই ডিম পাড়বে, বংশবৃদ্ধি করবে। বছরের পর বছর এমন ধাক্কা সামলাবে কী করে সে দেশ?‌

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একধাক্কায় ২০ গুণ বংশবৃদ্ধি করে পঙ্গপাল, চালায় ধ্বংসলীলা!

আপডেট সময় ০৯:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সেই পঙ্গপালের ঝাঁকই নাকি এমন বংশবৃদ্ধি করে যে আগের থেকে তা হয়ে যায় ২০ গু‌ণ ঘাতক। কারণ, সংখ্যায় বাড়ে একবারে ২০ গুণ। তাতেই ভয় বেশি। কারণ, আগের থেকে এত বেশি সংখ্যায় পঙ্গপাল এলে তার সঙ্গে লড়াই করার রাস্তা কী হবে, সেটাই এখন প্রশ্নের।

কেনিয়া এমন অবস্থা এর আগে দেখেনি। শেষ ৭০ বছরে এমন পঙ্গপালের হামলা তাদের নজরে পড়েনি। এতদিন ধরে যে পঙ্গপাল দল ধ্বংসলীলা চালিয়েছে, তারা তো ছিলই। এখন এসেছে, তাঁদের বংশধরেরা। পাখনা গজিয়েছে। এখন শুধু ওড়ার ওপেক্ষা।

আর এবারে গতবারের থেকে পঙ্গপালের সংখ্যা বৃদ্ধি পাবে ২০ গুণ। ফলে একটি পঙ্গপালের ঝাঁক হবে প্রায় ২০০ কিলোমিটার বিস্তৃত। করোনা, মহামারীর মধ্যে কী করে এই পঙ্গপালের বিরুদ্ধে লড়বে সরকার, সেটাই বোঝা মুশকিল।

আনা হয়েছে হেলিকপ্টার। যেখান থেকে কীটনাশক ছড়ানোর পরিকল্পনা করেছে সরকার। কিন্তু এই পঙ্গপালই যদি আগের রাস্তায় আসে, তাহলে কেনিয়াতে জন্মে তাঁরা আবার ফিরে যাবে সেই দেশে। সেখানে গিয়েই ডিম পাড়বে, বংশবৃদ্ধি করবে। বছরের পর বছর এমন ধাক্কা সামলাবে কী করে সে দেশ?‌