আকাশ জাতীয় ডেস্ক:
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে সমঝোতা করতে বলেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনায় করা অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলার তদন্ত দ্রুত শেষ করতেও বলেছেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার মুনতাসির আহমেদ ও রিটকারী নিয়াজ মুহাম্মদ মাহবুব।
ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম।
পরে অনীক আর হক বলেন, শুনানি শেষে দুই ভিকটিম পরিবারকে এই মামলায় সহবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেন আদালত। আগামী ১২ জুলাইয়ের মধ্যে এই মামলার ভিকটিম পরিবারের সদস্য এবং ইউনাইটেড হাসপাতালের মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে মধ্যস্থতায় দুই পক্ষের প্রতি আদেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই নির্ধারণ করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় করা অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলার তদন্ত দ্রুত শেষ করতেও বলেছেন হাইকোর্ট।
গত ৩০ মে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব। ১ জুন আরও একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ। পরে গত ২ জুন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ১৪ জুনের মধ্যে আলাদা প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে প্রতিবেদন দাখিল করা হয়।
পুলিশের দেয়া প্রতিবেদনে ইউনাইটেড হাসপাতালের গাফিলতির কথা রয়েছে। রাজউক বলছে, করোনার জন্য আলাদা করে আইসেলেশন ইউনিট করতে তাদের অনুমতি নেয়া হয়নি।
অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে রোগীদের মৃত্যু
আকাশ নিউজ ডেস্ক 




















