অাকাশ নিউজ ডেস্ক:
ষ্টার্ফ রিপোর্ট: চাঁদপুর জেলার, হাজীগঞ্জ দক্ষিণে রেজিয়া পরিবারের বসবাস। দীর্ঘ ১৫ বৎসর আগে রেজিয়ার বেগমের স্বামীঃ ইব্রাহিম মিয়া বিদেশে যাবে বলে বসতবাড়ির বিক্র করে ঢাকা আসে অথচ কিছু সিন্ডিকেট এবং দালালেরা তার মত ৩০০ জনের টাকা নিয়ে চলে যায়। পরিশেষে সে অসহায় হয়ে পড়ে। কোন কিছু না পেয়ে তার স্বামী ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন গত ১৮ মে ২০১৭ইং তারিখে চিকিৎসার অভাবে মারা যায়। মারা যাওয়ায় রেজিয়া বেগম তার ছোট ৩ ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়ে। সংসারে উর্পাজনের করার মত কেউ নেই পরবর্তীতে রেজিয়া বেগম ঢাকার মেছ বাসায় কাজ করে কোন রকম সংসার চালাত কিন্তু কিছুদিন পর তার চোখের সমস্যা দেখা দিলে রেজিয়া বেগম ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা করান এবং ডাঃ আবু বক্কর ছিদ্দিক জানান যে তার চক্ষু অপারেশন করাতে হবে কিন্তুু তার কাছে চক্ষু অপারেশনের করার মত টাকা নেই, অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। অসহায় পরিবাকে যে সাহায্যে করিবে মহান আল্লাহ তালা তাহাকে সাহায্যে করিবে, আসেন আমরা অসহায় পরিবারের পাশে দাড়াই।
(রেজিয়া বেগমের)
বর্তমান ঠিকানা: বাসা নং-৩৩ ,রোড নং- ০৩,
ব্লক-সি, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
বিকাশ নম্বারঃ ০১৭৯৫৪৫৮৬৪৮
আকাশ নিউজ ডেস্ক 

























