ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম

আগে শিখে আসো কীভাবে নাচতে হয়: প্রিয়াঙ্কাকে কোরিওগ্রাফার

আকাশ বিনোদন ডেস্ক: 

মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জনের পর একরাশ স্বপ্ন নিয়ে বলিউড যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে রাজ কানওয়ার’র আন্দাজ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

১৭ বছর আগে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতা যে শুধুই মধুর স্মৃতিতে ভরপুর তা কিন্তু নয়, তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয়েছে কোয়ান্টিকো অভিনেত্রীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পুরোনো ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা শোনালেন আন্দাজ সিনেমার অজানা গল্প।

প্রিয়াঙ্কা চোপড়াসিনেমাটিতে প্রিয়াঙ্কার কো-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও লারা দত্ত। শুটিং সিডিউলের একদম শুরুতেই দক্ষিণ আফ্রিকায় অক্ষয়ের সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করতে গিয়ে কোরিওগ্রাফারের রোষের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ‘আয়েগা গা মজা অব বরসাত কা’র শুটিং নিয়ে নায়িকা বলেন, এটা ছিল প্রথম গান, যা আমি শুট করি। সেই সময় আমাকে অনেক কিছু করে দেখাতে হবে, এমন একটা ভাবনা ছিল। অতঃপর প্রায় ৪০টা রিটেকের পরেও আমি একটা পারফেক্ট শট দিতে পারিনি..। মনে আছে, কোরিওগ্রাফার ছিলেন রাজু খান, সরোজ খানের ছেলে। উনি মাইক ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, কী ভেবেছো- তুমি মিস ওয়ার্ল্ড জিতেছো বলে অভিনেত্রী হয়ে যাবে? যাও, গিয়ে আগে শিখে আসো কীভাবে নাচতে হয়, তারপর ফিরে এসে পারফর্ম করবে।

প্রিয়াঙ্কা চোপড়াসেই সময় প্রিয়াঙ্কার রক্ষাকর্তা হিসেবে সামনে এসেছিলেন টুইঙ্কেল খান্না। অন্তঃসত্ত্বা টুইঙ্কেল, আরভের জন্ম দেওয়ায় সেই সময় কিছু দিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তখন নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পান প্রিয়াঙ্কা। তিনি বলেন, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল বিশ্রামে থাকায় আমরা দেশে ফিরে এসেছিলাম। এরপর আমি পণ্ডিত বীরু কৃষাণের নাচের ক্লাসে ভর্তি হই। সেখানে আমি কত্থক শেখা শুরু করি। প্রত্যেক দিন ৬ ঘণ্টা করে নিয়মিত নাচচর্চা করতাম। এরপর যখন আমি পুনরায় আন্দাজের পরবর্তী সিডিউল শুরু করলাম, বুঝতে পারলাম আমি অনেক কিছু শিখতে পেরেছি।

অপমানের অভিজ্ঞতা প্রিয়াঙ্কাকে অনেক কিছু শিখিয়েছে। তাই তিনি একবাক্যে বিশ্বাস করেন, জানা এবং শেখার কোনো শেষ নাই।

প্রথম সিনেমার অভিজ্ঞতা পরবর্তীগুলোতে ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা। পেয়েছেন ফিল্মফেয়ার এবং জাতীয় পুরস্কার। ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানেও। এখন তিনি ভারতের গ্লোবাল আইকন। বলিউডের পাশাপাশি হলিউডেরও পরিচিত এক নাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

আগে শিখে আসো কীভাবে নাচতে হয়: প্রিয়াঙ্কাকে কোরিওগ্রাফার

আপডেট সময় ১০:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

আকাশ বিনোদন ডেস্ক: 

মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জনের পর একরাশ স্বপ্ন নিয়ে বলিউড যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে রাজ কানওয়ার’র আন্দাজ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

১৭ বছর আগে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতা যে শুধুই মধুর স্মৃতিতে ভরপুর তা কিন্তু নয়, তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয়েছে কোয়ান্টিকো অভিনেত্রীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পুরোনো ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা শোনালেন আন্দাজ সিনেমার অজানা গল্প।

প্রিয়াঙ্কা চোপড়াসিনেমাটিতে প্রিয়াঙ্কার কো-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও লারা দত্ত। শুটিং সিডিউলের একদম শুরুতেই দক্ষিণ আফ্রিকায় অক্ষয়ের সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করতে গিয়ে কোরিওগ্রাফারের রোষের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ‘আয়েগা গা মজা অব বরসাত কা’র শুটিং নিয়ে নায়িকা বলেন, এটা ছিল প্রথম গান, যা আমি শুট করি। সেই সময় আমাকে অনেক কিছু করে দেখাতে হবে, এমন একটা ভাবনা ছিল। অতঃপর প্রায় ৪০টা রিটেকের পরেও আমি একটা পারফেক্ট শট দিতে পারিনি..। মনে আছে, কোরিওগ্রাফার ছিলেন রাজু খান, সরোজ খানের ছেলে। উনি মাইক ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, কী ভেবেছো- তুমি মিস ওয়ার্ল্ড জিতেছো বলে অভিনেত্রী হয়ে যাবে? যাও, গিয়ে আগে শিখে আসো কীভাবে নাচতে হয়, তারপর ফিরে এসে পারফর্ম করবে।

প্রিয়াঙ্কা চোপড়াসেই সময় প্রিয়াঙ্কার রক্ষাকর্তা হিসেবে সামনে এসেছিলেন টুইঙ্কেল খান্না। অন্তঃসত্ত্বা টুইঙ্কেল, আরভের জন্ম দেওয়ায় সেই সময় কিছু দিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তখন নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পান প্রিয়াঙ্কা। তিনি বলেন, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল বিশ্রামে থাকায় আমরা দেশে ফিরে এসেছিলাম। এরপর আমি পণ্ডিত বীরু কৃষাণের নাচের ক্লাসে ভর্তি হই। সেখানে আমি কত্থক শেখা শুরু করি। প্রত্যেক দিন ৬ ঘণ্টা করে নিয়মিত নাচচর্চা করতাম। এরপর যখন আমি পুনরায় আন্দাজের পরবর্তী সিডিউল শুরু করলাম, বুঝতে পারলাম আমি অনেক কিছু শিখতে পেরেছি।

অপমানের অভিজ্ঞতা প্রিয়াঙ্কাকে অনেক কিছু শিখিয়েছে। তাই তিনি একবাক্যে বিশ্বাস করেন, জানা এবং শেখার কোনো শেষ নাই।

প্রথম সিনেমার অভিজ্ঞতা পরবর্তীগুলোতে ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা। পেয়েছেন ফিল্মফেয়ার এবং জাতীয় পুরস্কার। ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানেও। এখন তিনি ভারতের গ্লোবাল আইকন। বলিউডের পাশাপাশি হলিউডেরও পরিচিত এক নাম।